বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ভারতীয় টি২০ অধিনায়ক

বাংলাদেশকে সমীহ রোহিত শর্মার

বাংলাদেশ খুবই ভালো একটা দল। আমরা দেখেছি তারা এখন কেমন প্রতিদ্বন্দ্বিতা করে- শুধু দেশেই নয়, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সব সময় আমাদের চাপে রাখে। এই দলকে ভিন্ন চোখে কিংবা খাটো করে দেখার কোনো উপায় নেই।
নতুনধারা
  ০৩ নভেম্বর ২০১৯, ০০:০০
বাংলাদেশকে সমীহ রোহিত শর্মার

ক্রীড়া ডেস্ক

মাশরাফি বিন মর্তুজা টি২০ থেকে অবসর নিয়েছেন আগেই। পারিবারিক সমস্যার কারণে ছুটি নিয়েছেন তামিম ইকবাল। নিষেধাজ্ঞায় ভারত সফর থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। শক্তি-সামর্থ্যে বাংলাদেশের পিছিয়ে থাকাটা স্বাভাবিক। কিন্তু তিন সিনিয়র ক্রিকেটার না থাকলেও বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে বলে সতর্ক করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আজ দিলিস্নর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি শুরু হবে। প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক রোহিত বললেন, 'তাদের দলের দুজন (সাকিব-তামিম) গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। কিন্তু তাদের ভালো কিছু করার সামর্থ্য আছে এবং যে কোনো দলকে তারা হারাতে পারে।'

টি২০তে দুই দলের দেখা হয়েছে ৮ বার, সবগুলো জিতেছে ভারত। দুইবার খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে সুপার ১০-এর ম্যাচে বেঙ্গালুরুতে শেষ ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদউলস্নাহর চাপে ভেঙে পড়ে আউট হন। আর তাতে ১ রানে জিতে যায় ভারত। গত বছর নিদাহাস ট্রফির ফাইনালেও জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু দিনেশ কার্তিকের ঝড়ে শেষ বলে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় ভারত। এই দুই শ্বাসরুদ্ধকর জয়ের সাক্ষী ছিলেন রোহিত শর্মা।

বিরাট কোহলির অনুপস্থিতিতে এবার টি২০তে অধিনায়কের দায়িত্ব আবারও কাঁধে বর্তেছে রোহিত শর্মার। আর তাই প্রতিপক্ষ বাংলাদেশকে খাটো করে দেখছেন না ৩২ বছর বয়সি এই ডানহাতি ওপেনার, 'বাংলাদেশ খুবই ভালো একটা দল। আমরা দেখেছি তারা এখন কেমন প্রতিদ্বন্দ্বিতা করে- শুধু দেশেই নয়, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সব সময় আমাদের চাপে রাখে। এই দলকে ভিন্ন চোখে কিংবা খাটো করে দেখার কোনো উপায় নেই।'

এছাড়া বাংলাদেশের বিপক্ষে তরুণ একটি দল গড়েছে ভারত। সানজু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনীষ পান্ডে, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, খলিল আহমেদ, শিবম ডুবে এবং শারদুল ঠাকুরের মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর। আর তাইতো স্বাগতিক দলের একাদশ নিয়ে রোহিত বলেছেন, 'কন্ডিশন দেখতে হবে আগে। পিচ কেমন হবে সেটার ওপর নির্ভর করছে। যদি পিচ মন্থর হয়, স্পিনাররা অগ্রাধিকার পাবে। কন্ডিশন পর্যবেক্ষণ করেই দল সাজাব।'

এদিকে আগের দিন (শুক্রবার) নেট অনুশীলনে ঊরুতে আঘাত পেয়েছেন বিরাট কোহলির বিশ্রামে অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত। সঙ্গে সঙ্গে অনুশীলন ছেড়ে চলেও গেছেন তিনি। তবে আজ বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০ তে খেলবেন বলে জানিয়েছেন রোহিত।

বাংলাদেশ-ভারত সিরিজের আগে ঘটনার যেন অভাব নেই। সাকিবের নিষেধাজ্ঞায় বাংলাদেশ ক্রিকেটে চরম ডামাডোলের শুরু। ওদিকে দূষণের কারণে দিলিস্নতে ম্যাচ আয়োজন করতে গিয়ে সমালোচনার মুখে বিসিসিআই। এরমধ্যেই ভারতের জন্য খারাপ খবর। শুক্রবার অনুশীলনের সময় চোট পেয়ে আহত রোহিত। মাঠ ছাড়তেও বাধ্য হন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের মোকাবিলার জন্য অনুশীলনে ভারতের লেফট আর্ম স্পেশালিস্ট বোলারকে নামানো হয়েছিল। যিনি টানা থ্রো ডাউন করে যাচ্ছিলেন। নেট সেশনের আগে ওয়ার্মআপ করার জন্যই থ্রো ডাউন করেন ব্যাটসম্যানরা। এমন অনুশীলনের সময়েই রোহিতের বাঁ-ঊরুতে সজোরে আঘাত করে বল। এরপরেই মাঠ ছাড়তে বাধ্য হন রোহিত শর্মা। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<73979 and publish = 1 order by id desc limit 3' at line 1