বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাত দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৬২৪

যাযাদি ডেস্ক
  ৩০ জুলাই ২০২১, ০০:০০
সাত দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৬২৪

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ঈদের ছুটির পর শুরু হওয়া লকডাউনের প্রথম সাত দিনে রাস্তায় বেরিয়ে যৌক্তিক কারণ দেখাতে না পারায় ঢাকায় মোট ৩ হাজার ৬২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

লকডাউন শুরুর প্রথম দিন গত শুক্রবার ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন ৪০৩ জন। পরের পাঁচ দিন

যথাক্রমে ৩৮৩ জন, ৫৮৭ জন, ৫৬৬ জন, ৫৫৫ জন ও ৫৬২ জন হয়েছেন। আর বৃহস্পতিবার সবচেয়ে বেশি ৫৬৮ জন গ্রেপ্তার হলেন।

এর মধ্যে লকডাউনের সপ্তম দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২০৬ জনকে করা হয়েছে মোট তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪৩১টি গাড়িকে মোট ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতু্যর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় বিশেষজ্ঞদের সুপারিশে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ লকডাউনে ছিল দেশ। তখন ঢাকায় মোট ৯ হাজার ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়েছিল ওই ১৪ দিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে