বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ৩ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে ৩ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডুমুরিয়া শাখার ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২ লাখ ৬৯ হাজার ৬১২ টাকা প্রতারণা ও আত্মসাৎ করার দায়ে মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন- ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার কর্মকর্তা অসীম বৈদ্য, সজল কুমার মজুমদার ও শেখ নাজমুল ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, ওই শাখার ১৪ জন সদস্যের কাছ থেকে কৌশলে বিভিন্ন ঋণ গ্রাহকের স্বাক্ষর গ্রহণ করে ঋণ বাবদ টাকা উত্তোলন করে। সেই টাকা ঋণ গ্রহীতাদের না দিয়ে এবং ঋণ গ্রাহকের থেকে কিস্তির টাকা আদায়পূর্বক ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেন তারা।

দীর্ঘ তদন্ত শেষে এসব অফিসারের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে