শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৬ জুলাই ২০২০, ০০:০০
শংকর কুরাদে

সোনার তৈরি

মাস্ক!

যাযাদি ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার বাসিন্দা শংকর কুরাদে পরছেন সোনার তৈরি এই মাস্ক। এর জন্য শংকরকে গুনতে হয়েছে দুই লাখ ৮৯ হাজার রুপি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শংকর কুরাদে শৈশব থেকেই সোনার অলংকার পরতে পছন্দ করেন। তিনি হাতের সব কটি আঙুলে সোনার তৈরি আংটি পরেন। তার কবজিতে থাকে চওড়া ব্রেসলেট ও গলায় থাকে সোনার অলংকার।

শংকর কুরাদে বলেন, সোনার তৈরি মাস্ক পরার শখ তার জেগেছে একটি ভিডিওচিত্র দেখে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এক ব্যক্তিকে রুপার তৈরি মাস্ক পরতে দেখেছিলেন তিনি। এরপর শংকর এক স্বর্ণকারের সঙ্গে কথা বলেন। ওই স্বর্ণকার তাকে এক সপ্তাহের মধ্যেই মাস্কটি তৈরি করে দেন। শংকর বলেন, তার মাস্কটি পাতলা ও এতে ছোট ছিদ্র আছে। ফলে তার শ্বাস নিতে কোনো সমস্যা হয় না। তবে এই মাস্কে করোনাভাইরাস প্রতিরোধ হবে কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

নারকেল পাড়ার

'যন্ত্র' বানর

যাযাদি ডেস্ক

থাইল্যান্ডে গাছ থেকে নারকেল পাড়তে বন্য প্রাণী বানরকে ব্যবহার করছে বেশকিছু প্রতিষ্ঠান। এসব নারকেল দিয়েই পরে তৈরি করা হচ্ছে পানীয়, তেল ও অন্যান্য পণ্য। বিষয়টি জানাজানির পর দেশটির বিপণি বিতানগুলো ওইসব পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, বানরের কঠোর শ্রম বন্য প্রাণী কল্যাণ নীতির লঙ্ঘন। তাই তারা এ রকম পণ্য দোকানে রাখবে না।

থাইল্যান্ডের বন্য প্রাণী অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল বা পেতা জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো বন থেকে বানরগুলো ধরে আনে। এরপর তাদের প্রশিক্ষণ দেয়, যাতে একটি বানর দিনে ১ হাজার নারকেল গাছ থেকে সংগ্রহ করতে পারে। থাইল্যান্ডের বিশেষ প্রজাতির ছোট লেজের বানরগুলো এখন 'নারকেল পাড়ার যন্ত্র' হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সাংবাদিককে

কুপিয়ে জখম

যাযাদি ডেস্ক

সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হামলার শিকার হয়েছেন কুমিলস্নার মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি শরিফুল আলম চৌধুরী।

হামলার সময় তাকে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। কুপিয়ে তার মাথা ক্ষত-বিক্ষত করা হয়েছে। তাকে রক্ষা করতে এসে রক্তাক্ত হয়েছেন শরীফের মুক্তিযোদ্ধা বাবা ও মা। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন স্থানীয় দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া। শরীফের হাত-পা ভেঙে দেওয়ায় তাকে রোববার বিকেলের মধ্যেই ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

পানিতে ডুবে

শিশুর মৃতু্য

যাযাদি ডেস্ক

দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পাশে খালের পানিতে ডুবে রোকসানা পারভীন (১০) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের গুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রোকসানা নশরতপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের গুড়িয়া পাড়ার মো. মকবুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, রোকসানা বাড়ির সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় সবার অগোচরে বাড়ির পাশে পানি ভর্তি একটি গর্তে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ ওই খালের পানিতে ভেসে থাকতে দেখে এলাকাবাসী। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105001 and publish = 1 order by id desc limit 3' at line 1