বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আবার শীর্ষে বাংলাদেশের নীড়

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আবার শীর্ষে বাংলাদেশের নীড়

থাইল্যান্ডের হুয়া হিন জেলায় অনুষ্ঠানরত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেনে দারুণ খেলছেন বাংলাদেশের মনন রেজা নীড়। পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার মাকনেভ ডেনিসকে পরাজিত করেছেন।

বুধবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিং পদ্ধতিতে খেলে ৪৩ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার মাকনেভ ডেনিসের বিরুদ্ধে জয়ী হন। তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় ভারতের গ্র্যান্ডমাস্টার আর এম ললিত বাবুকে পরাজিত করেছিলেন।

পঞ্চম রাউন্ড শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় সাড়ে চার পয়েন্ট পেয়ে ৭ জনের সঙ্গে মিলিতভাবে তালিকায় শীর্ষে রয়েছেন। পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে ৩ পয়েন্ট, ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ও ফিদেমাস্টার নাইম হক তিন পয়েন্ট করে ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান দেড় পয়েন্ট অর্জন করেছেন। রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের ভেনু দেবদত্তকে ও ফিদে মাস্টার নাইম হক ভারতের পোরনা শ্রীকে পরাজিত করেন। মাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের মহিলা ক্যান্ডিডেট মাস্টার আর্শিয়া দাসের সঙ্গে ও তাসরিক সায়হান শান রাশিয়ার ক্রিস্টপোভ কন্সটেনটিনের সঙ্গে ড্র করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে