শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির মেয়র প্রার্থী রনির জোর প্রচারণা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৫ নভেম্বর ২০২০, ১৯:৩৯

নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে জোর প্রচারনার পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে মাস্ক বিতরন অব্যাহত রেখেছেন। জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ অলিগলিতে শোভা পাচ্ছে রনির ছবি সম্বলিত পোষ্টার, ব্যানার ও ফেস্টুন। সম্ভাব্য মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুন খান রনি জেলা শহরের চকপাড়াস্থ ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান।

জানা গেছে, বিএনপির মনোনয়ন প্রত্যার্শী আবদুল্লাহ আল মামুন খান রনির পিতা জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান স্বাধীনতার পূর্বে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদে ক্রীড়া সম্পাদক এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেড ফোর্সের সদস্য হিসেবে এফ এফ প্রশিক্ষন নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আমলে বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রথম নেত্রকোনা মহকুমা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও পরে মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডারের দায়িত্ব, ১৯৮১ সালে নেত্রকোনা জেলা পরিষদে উপমন্ত্রীর পদমর্যাদায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আশরাফ উদ্দিন খান ১৯৯৭ সালে জেলা বিএনপির সভাপতি, ২০০৯ সালে জেলা বিএনপির আহবায়ক, ২০১৪ সালে সম্মেলনে পুনরায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পিতার সুনাম এবং পারিবারিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে মেয়র প্রার্থী তরুন সমাজসেবক আবদুল্লাহ আল মামুন খান রনি জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

যাযাদি/এস/৭.৩৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে