শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে মাদকসেবীর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ২০:৩৭

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইয়াবা সেবনের দায়ে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আসামি হলেন কামারকোনা মহল্লার (মঙ্গল প্রধানের বাড়ির) মো. কিনাম উদ্দিনের ছেলে মো. আ. কুদ্দুছ (১৯) ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ-খ সার্কেলের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় (মঙ্গল প্রধানের) বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় মো. আ. কুদ্দুছকে হাতেনাতে আটক করেন এবং তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করেন।

এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা ইয়াবা সেবন ও বহন করার দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে