শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জাগঞ্জে ডাকাতি ॥ লুণ্ঠিত মালামালসহ ২ ডাকাত সদস্য গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২১, ১৮:১০

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া গ্রামে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পথে জনতার সহায়তায় পুলিশ উপজেলার দেউলী গ্রামের আবদুল্লা আল মামুনের ছেলে মো. তুহিন (২৩) ও মজিদবাড়ীয়া গ্রামের মো. ইউসুফ খানের ছেলে মো. কামাল হোসেন (২৭) নামে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ ১ হাজার ২৩৫ টাকা এবং দেশীয় অস্ত্র। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া গ্রামে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহ জানান, ওই দিন রাত ১টার দিকে ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল উপজেলার মজিদবাড়ীয়া গ্রামে মো. বাবুল মিয়ার বাড়িতে হানা দিয়ে বাড়ির লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকতরা পালিয়ে যাওয়ার পথে জনতার সহায়তায় টহলরত পুলিশ ওই ডাকাত দলের ২ সদস্য উল্লেখিত মো. তুহিন ও মো. কামাল হোসেনকে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ ১ হাজার ২৩৫ টাকা এবং দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে বৃহষ্পতিবার (২২ এপ্রিল) মো. বাবুল মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম বাপ্পি বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে