শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২১, ১৭:৪৪

ফরিদপুরের বোয়ালমারীতে চলাচলের অনুপযোগী একটি মাটির সড়কে রবিবার (২৫ জুলাই) দুপুরে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ করেছেন স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যপাড়া আরশাদের বাড়ি থেকে তারা আলীর বাড়ী পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।

দীর্ঘদিন এই রাস্তাটির দুরবস্থার কারণে সাতৈর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের অসংখ্য মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এলাকার মানুষ রবিবার রাস্তায় ধানের চারা রোপন করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। রাস্তাটি দ্রুত সংস্কার করে জনসাধারণের ভোগান্তি লাঘব করার দাবি জানান তারা।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে