সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মনোহরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯

কুমিল্লার মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলাস্থ কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

সকাল ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসান, মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) হানিফ সরকার, উপজেলা স্বস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে