শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চঁাদপুর
  ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

অধ্যায়-৩

২৬. প্রিয়াংকা যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলোÑ

র. মোবাইল ফোনে ব্যবহারযোগ্য

রর. লিখিত তথ্যের পরিমাণ বেশি

ররর. এতে অ্যানিমেশন যোগ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

২৭. শব্দ বা অডিও আকারের সব কনটেন্ট কোন প্রকারের অন্তভুর্ক্ত?

ক. ভিডিও

খ. অডিও

গ. টেক্সট

ঘ. পিকচার

সঠিক উত্তর : খ. অডিও

২৮. কোনটি অডিও কনটেন্ট?

ক. ইন্টারনেট

খ. কাটুর্ন

গ. গ্রাফিক্স

ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট

সঠিক উত্তর : ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট

২৯. ওয়েবিনারো কোন জাতীয় ডিজিটাল কনটেন্ট?

ক. শব্দ

খ. টেক্সট

গ. ভিডিও স্ট্রিমিং

ঘ. অ্যানিমেশন

সঠিক উত্তর : ক. শব্দ

৩০. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?

ক. শ্বেতপত্র

খ. শব্দ

গ. ছবি

ঘ. ভিডিও

সঠিক উত্তর : খ. শব্দ

৩১. নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?

ক. ভিডিও ফাইল

খ. অডিও ফাইল

গ. লিখিত ফাইল

ঘ. কম্পিউটারের ফাইল

সঠিক উত্তর : খ. অডিও ফাইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23095 and publish = 1 order by id desc limit 3' at line 1