শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
  ১৩ মে ২০১৯, ০০:০০

অধ্যায়- ১

২৮। বিদু্যৎ চলে গেলে ডাটা মুছে যায়। মেমোরির এই অবস্থাকে কী বলে?

ক. উদ্বায়ী

খ. অনুদ্বায়ী

গ. রিডানডেন্ট অবস্থা

ঘ. সবকটি

সঠিক উত্তর : ক. উদ্বায়ী

২৯। বিদু্যৎ চলে গেলে ডাটা মুছে যায় না, মেমোরির এই অবস্থাকে কী বলে?

ক. উদ্বায়ী

খ. অনুদ্বায়ী

গ. রিডানডেন্ট অবস্থা

ঘ. সবকটি

সঠিক উত্তর : খ. অনুদ্বায়ী

৩০। স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করার জন্য নিচের কোন মেমোরি ব্যবহার করা হয়?

ক.র্ যাম

খ. এসডির্ যাম

গ. হার্ডডিস্ক

ঘ. ইন্টারনাল ক্যাশ

সঠিক উত্তর : গ. হার্ডডিস্ক

৩১। হার্ডডিস্কে ডাটা রাখা হয়

ক. স্থায়ীভাবে

খ. অস্থায়ীভাবে

গ. স্থায়ী ও অস্থায়ীভাবে

ঘ. নির্দিষ্ট সময় পর্যন্ত

সঠিক উত্তর : ক. স্থায়ীভাবে

৩২। হার্ডডিস্কে ডাটা সংরক্ষণ করার জন্য কী ব্যবহার করা হয়?

ক. লজিক বোর্ড

খ. ধাতব পেস্নট

গ. স্পিন্ডেল

ঘ. রিডরাইট হেড

সঠিক উত্তর : খ. ধাতব পেস্নট

\হ

৩৩। হার্ডডিস্ক থেকে ডাটা পড়ার জন্য কী ব্যবহার করা হয়?

ক. লজিক বোর্ড

খ. ধাতব পেস্নট

গ. স্পিন্ডেল

ঘ. রিডরাইট হেড

সঠিক উত্তর : ঘ. রিডরাইট হেড

৩৪। ধাতব পেস্নটগুলো কোনটিকে কেন্দ্র করে ঘুরতে থাকে?

ক. লজিক বোর্ড

খ. ধাতব পেস্নট

গ. স্পিন্ডেল

ঘ. রিডরাইট হেড

সঠিক উত্তর : গ. স্পিন্ডেল

৩৫। স্পিন্ডেলকে কেন্দ্র করে ডিস্কগুলো সেকেন্ডে কতবার ঘুরে?

ক. ৩২০০ বার

খ. ৩৪০০ বার

গ. ৭০০০ বার

ঘ. ৭২০০ বার

সঠিক উত্তর : ঘ. ৭২০০ বার

\হ

৩৬। স্পিন্ডেলকে কেন্দ্র করে ডিস্কগুলো সেকেন্ডে ৭২০০ বার ঘুরে এটিকে নিয়ন্ত্রণ করে?

ক. লজিক বোর্ড

খ. ধাতব পেস্নট

গ. স্পিন্ডেল

ঘ. রিডরাইট হেড

সঠিক উত্তর : ক. লজিক বোর্ড

\হ

৩৭। ঈউ-এর পুরো নাম কী?

ক. ঈড়সঢ়ধপঃ উরংশ

খ. ঈড়সভড়ৎঃধনষব ফরংশ

গ. ঈড়সঢ়ষবঃব উরংশ

ঘ. ঈধহহড়হ উরংশ

সঠিক উত্তর : ক. ঈড়সঢ়ধপঃ উরংশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49122 and publish = 1 order by id desc limit 3' at line 1