শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
  ১৩ জুন ২০১৯, ০০:০০
সালোকসংশ্লেষণ

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

দ্বিতীয় অধ্যায়

৬৫। মাতাপিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে কী বলে?

উত্তর : বংশগতি

৬৬। বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন কে?

উত্তর : গ্রেগর জাহান মেন্ডেল

৬৭। বংশগতির জনক কে?

উত্তর : গ্রেগর জাহান মেন্ডেল

৬৮। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে?

উত্তর : ২টি

৬৯। নিউক্লিক এসিড কয় ধরনের?

উত্তর : ২ ধরনের

৭০। ক্রোমোজোমের প্রধান উপাদান কী?

উত্তর : ডিএনএ

৭১। ডিএনএ-এর পূর্ণনাম লিখ।

উত্তর : ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড।

৭২। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ কে কী বলে?

উত্তর : জিন

৭৩। আরএনএ-এর পূর্ণনাম লিখ।

উত্তর : রাইবো নিউক্লিক এসিড।

৭৪। মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করে-

উত্তর : ডিএনএ

৭৫। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে-

উত্তর : ডিএনএ

৭৬। কাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?

উত্তর : ক্রোমোজোমকে

৭৭। মানবদেহে কোমোজোমের সংখ্যা কতটি?

উত্তর : ৪৬টি

তৃতীয় অধ্যায়

১। পদার্থ কী দিয়ে তৈরি?

উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র অণু

২। পদার্থের অণুসমূহ কোন প্রক্রিয়ায় স্থান পরিবর্তন করে?

উত্তর : ব্যাপন

৩। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বনডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে?

উত্তর : সালোকসংশ্লেষণ

৪। ব্যাপন প্রক্রিয়ায় অণুর কী ধরনের পরিবর্তন হয়ে থাকে?

উত্তর : ঘনত্ব

৫। দ্রবণ কাকে বলে?

উত্তর : দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে যা উৎপন্ন হয় তাকে দ্রবণ বলে।

৬। দ্রাব কাকে বলে?

উত্তর : দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে দ্রাব বলে।

৭। অভেদ্য পর্দা কাকে বলে?

উত্তর : যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে।

৮। ভেদ্য পর্দা কাকে বলে?

উত্তর : যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে।

৯। অর্ধভেদ্য পর্দা কাকে বলে?

উত্তর : যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু (উদ্ভিদের ক্ষেত্রে পানি) চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না অর্ধভেদ্য পর্দা বলে।

১০। ডিমের খোসার ভিতরের পর্দা ও মাছের পটকার পর্দা কীসের উদাহরণ?

উত্তর : অর্ধভেদ্য পর্দার

১১। কিউটিনযুক্ত কোষপ্রাচীর কীসের উদাহরণ?

উত্তর : অভেদ্যপর্দার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53259 and publish = 1 order by id desc limit 3' at line 1