শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৭ জুলাই ২০১৯, ০০:০০
বিনিময় প্রথা

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

পঞ্চম অধ্যায়

১৭। মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার যথার্থ কারণ হলো-

(র) সামাজিক

(রর) রাজনৈতিক

(ররর) অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও রর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

\হ

১৮। প্রাচীনকালে কোন রাজাদের অত্যাচারে সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে ওঠে?

(ক) সেন রাজাদের

(খ) পাল রাজাদের

(গ) মুঘল রাজাদের

(ঘ) গুপ্ত রাজাদের

\হসঠিক উত্তর: (ক) সেন রাজাদের

১৯। প্রাচীনকালে পুরুষরা কীভাবে ধুতি পরত?

(ক) মালকোচা দিয়ে

(খ) হাঁটুর নিচে

(গ) লুঙ্গির মতো

(ঘ) পায়জামা বানিয়ে

সঠিক উত্তর: (ক) মালকোচা দিয়ে

২০। ক্ষত্রিয়দের পেশা কি ছিল?

(ক) ব্যবসায়-বাণিজ্য

(খ) কৃষিকাজ করা

(গ) যুদ্ধ করা

(ঘ) পূজা-পার্বন করা

সঠিক উত্তর: (গ) যুদ্ধ করা

২১। জীবন বাঁচাতে কয়টি জিনিসের প্রয়োজন?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

সঠিক উত্তর: (খ) ৩টি

২২। প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল-

(র) ক্রয়-বিক্রয়

(রর) ব্যবসা-বাণিজ্য

(ররর) আমদানি-রপ্তানি

\হনিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক) র ও রর

২৩। মানুষ কোন ধরনের জীব?

(ক) রাজনৈতিক

(খ) ধর্মীয়

(গ) সাংস্কৃতিক

(ঘ) সামাজিক

সঠিক উত্তর: (ঘ) সামাজিক

২৪। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?

(ক) তদ্ভব

(খ) অপভ্রংশ

(গ) মালাই

(ঘ) প্রাচীন সংস্কৃত

সঠিক উত্তর: (খ) অপভ্রংশ

২৫। প্রাচীন বাংলার মূল ক্ষমতা কাদের হাতে ছিল ?

(ক) ব্রাহ্মণদের

(খ) শুদ্রদের

(গ) বৈশ্যদের

(ঘ) ক্ষত্রিয়দের

সঠিক উত্তর: (ক) ব্রাহ্মণদের

২৬। সাধারণত প্রাচীন যুগে কোন ধাতু ব্যবহার করা করত?

(ক) অষ্টধাতু

(খ) লোহা

(গ) সিলভার

(ঘ) তামা

সঠিক উত্তর: (ক) অষ্টধাতু

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58496 and publish = 1 order by id desc limit 3' at line 1