শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

চতুর্থ অধ্যায়

৪৩। ব্রিটিশ আমলে নির্মিত ভবনগুলোতে যে ধরনের স্থাপত্যরীতি অনুসরণ করা হয়েছে-

(র) ইউরোপীয় রীতি

(রর) গ্রিক রীতি

(ররর) মোঘল রীতি

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও ররর

৪৪। কার্জন হল কেন নির্মাণ করা হয়েছিল?

(ক) অফিস বাড়ি হিসেবে ব্যবহারের জন্য

(খ) বিচারকার্য পরিচালনার জন্য

(গ) সৌন্দর্য বর্ধনের জন্য

(ঘ) হিসাবকার্য পরিচালনার জন্য

সঠিক উত্তর : (ক) অফিস বাড়ি হিসেবে ব্যবহারের জন্য

৪৫। পুরনো হাইকোর্ট ভবনটি কোন আমলে নির্মিত হয়েছে?

(ক) মোঘল আমলে

(খ) সুলতানি আমলে

(গ) ইংরেজ আমলে

(ঘ) পাকিস্তানি আমলে

সঠিক উত্তর : (গ) ইংরেজ আমলে

৪৬। কত খ্রিষ্টাব্দে ভারতীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?

(ক) ১৮৫০ খ্রিষ্টাব্দে

(খ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে

(গ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৮৫৯ খ্রিষ্টাব্দে

সঠিক উত্তর : (খ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে

৪৭। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সংরক্ষণ ও প্রদর্শন করা আছে-

(র) রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নান নিদর্শন

(রর) ব্রোঞ্চের বিভিন্ন মূর্তি

(ররর) রবীন্দ্রনাথের মূল্যবান আলোকচিত্র

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

৪৮। লালবাগ মসজিদটি ঢাকার কোন রোডে অবস্থিত?

(ক) আলাউদ্দিন রোডে

(খ) পাটুয়াটুলি রোডে

(গ) নাজিমউদ্দিন রোডে

(ঘ) হরনাথ ঘোষ রোডে

সঠিক উত্তর : (ঘ) হরনাথ ঘোষ রোডে

৪৯। ইংরেজদের সমর্থক নওয়াব কে ছিলেন?

(ক) আব্দুল গণি

(খ) ওসমান গণি

(গ) রাজ্জাক শনি

(ঘ) আব্দুল লতিফ

সঠিক উত্তর : (ক) আব্দুল গণি

৫০। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল, তাদের মধ্যে সুন্দর কোনটি?

(ক) লালবাগ কেলস্না

(খ) আহসান মঞ্জিল

(গ) কার্জন হল

(ঘ) লাল কুঠির

সঠিক উত্তর : (গ) কার্জন হল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89759 and publish = 1 order by id desc limit 3' at line 1