রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বেস্ট অ্যাওয়ার্ড পেলেন ‘মুক্তা পানি’

যাযাদি ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫২
এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বেস্ট অ্যাওয়ার্ড পেলেন ‘মুক্তা পানি’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট, মৈত্রী শিল্পে প্রতিবন্ধীদের দ্বারা তৈরি ‘মুক্তা পানি’ এবারের ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশসেরা অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রতিবছরের ন্যায় এবারও পরপর তিনবার বেস্ট এ্যাওয়ার্ড পেয়ে হেট্রিক করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ অর্থনৈতির অগ্রযাত্রায় মৈত্রী শিল্পের প্রতিবন্ধীরা কাজ করে যাচ্ছেন। কাজেই প্রমাণ পাওয়া যায় প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ ৷

ঢাকা অদুরে পূর্বাচলস্থ বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্যাভিলিয়ন নির্মাণ করে মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট , মৈত্রী শিল্পের প্রতিবন্ধীদের দ্বারা উৎপাদিত পণ্য।

প্যাভিলিয়নে প্রদর্শিত পণ্য ও সেবার মান দর্শকেদের প্রশংসা অর্জন করেছে এবং মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল চারটায় দিকে উক্ত সেন্টারের মাল্টিপারপাস হল (২য় তলা)-এ অনুষ্ঠিতব্য মেলার সমপানী অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পকে ট্রফি প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের পক্ষে হতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), এমপি মহোদয়ের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গী শাখার বাণিজ্যিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে