শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
অ্যামি কোনে ব্যারেট

সুপ্রিম কোর্টে অ্যামিকে

মনোনয়ন দিচ্ছেন ট্রাম্প

যাযাদি ডেস্ক

সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে অ্যামি কোনে ব্যারেটকে মনোনয়ন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে প্রয়াত সাবেক বিচারক রুথ বাডের স্থলাভিষিক্ত হবেন অ্যামি। রুথ বাড ছিলেন দেশটির সবচেয়ে বয়স্ক বিচারপতি এবং দেশটিতে নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই নিয়োগের বিষয়টি হোয়াইট হাউস ঘোষণা দিতে পারে। গত ১৮ সেপ্টেম্বর রুথ বাডের মৃতু্যর পর থেকেই তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়।

তবে অ্যামিকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের বিষয়টি নিয়ে সিনেটে তুমুল বিতর্ক হতে পারে। কারণ আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ব্যক্তিকে সুপ্রিম কোর্টের দায়িত্বে বসানো নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যামিকেই সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। তবে এর আগে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পকে তার পছন্দের ব্যক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন।

তিনি সে সময় বলেন, 'আপনারা কালই দেখতে পাবেন।' তিনি আরও বলেন, তারা সবাই ভালো। এদের যে কেউ বিচারক হবেন।

যদি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে ব্যারেট নিয়োগ পান, তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ৬-৩ ভোটে রক্ষণশীলপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হলে ৪৮ বছর বয়সি আ্যামি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ এবং ২০১৮ সালে ব্রেট কাভানাফকে বিচারক হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদসূত্র : রয়টার্স

লেবাননের প্রধানমন্ত্রীর

হঠাৎ পদত্যাগ

যাযাদি ডেস্ক

রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব। শনিবার পদত্যাগের ঘোষণা দিয়ে আদিব বলেন, তিনি নতুন মন্ত্রিসভা গঠন থেকে

নিজেকে সরিয়ে

রাখতেই এমন সিদ্ধান্ত।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে নিরপেক্ষ মন্ত্রিপরিষদ গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী আদিব।

এর আগে গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক মোস্তাফা আদিব। পার্লামেন্টের এমপিদের ভোটে তিনি নির্বাচিত হন। মোস্তাফা আদিব ২০১৩ সাল থেকে জার্মানিতে লেবাননের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন।

গত ৪ আগস্ট বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পরই নানা ধরনের অস্থিরতা সৃষ্টি হয় লেবাননে। এরপরই ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর চাপে পড়ে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন।

পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের পর টেলিভিশনে ভাষণ দিয়ে আদিব বলেন,

'সরকার গঠন থেকে নিজেকে

সরিয়ে নিলাম।'

কিছুদিন আগে বৈরুত বন্দরের একটি গুদামে বিস্ফোরণের পর কার্যত গোটা শহরটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বিস্ফোরণে দুই শতাধিক মানুষের মৃতু্য হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ভঙ্গুর লেবাননে এখন কে হবেন প্রধানমন্ত্রী, সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংবাদসূত্র : এএফপি

প্যারিসের ছুরি হামলার

ঘটনায় আটক ৭

যাযাদি ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে রম্য ম্যাগাজিন 'শার্লি হেবদো'র পুরানো অফিসের বাইরে ছুরি হামলার

ঘটনায় সাত জনকে

আটক করা হয়েছে।

এই হামলার প্রধান সন্দেহভাজন ১৮ বছর বয়সি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তি। ঘটনাস্থলের কাছ থেকে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার

সঙ্গে আরও ছয়জনকে থানা

হাজতে রাখা হয়েছে।

শুক্রবারের ওই হামলায় দুজন গুরুতর আহত হন। তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

তবে তাদের একজন নারী,

অন্যজন পুরুষ।

২০১৫ সালে শার্লি হেবদোর এই কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় ১২ জন নিহত হন। হামলার ঘটনায় দায়ের করা মামলার শুনানি চলতি মাসে প্যারিসে শুরু হয়েছে। শুক্রবারের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ধারণা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড দারমানিন বলেন, 'এটি পরিষ্কারভাবে একটি ইসলামিক জঙ্গিগোষ্ঠীর কাজ।'

২০১৫ সালের ওই ঘটনার পর শার্লি হেবদোর অফিসটি খালি করে দেওয়া হয়। বর্তমানে এটি একটি টেলিভিশন প্রোডাকশন কোম্পানির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। শুক্রবারের ঘটনায় যারা আহত হয়েছেন, তারা এই প্রোডাকশন কোম্পানির কর্মী বলে জানা গেছে। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113401 and publish = 1 order by id desc limit 3' at line 1