বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
পেশাদার লিগের দলগঠন

ক্যাসিনোকান্ডে দলবদলে সংশয়

ক্রীড়া প্রতিবেদক
  ০২ অক্টোবর ২০১৯, ০০:০০
ক্যাসিনোকান্ডে দলবদলে সংশয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসসহ বড় ঘরানার ক্লাবগুলো ইতোমধ্যে দল গুছানো প্রায় শেষ করে ফেললেও ক্যাসিনো কান্ডে জড়ানোতে দলবদলে অংশ নেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে বেশ কটি ক্লাবের। এ অবস্থায় কোনো ক্লাব যদি অংশগ্রহণে ব্যর্থ হয় তবে কটি দল নিয়ে পেশাদার লিগ হবে? এ বিষয়ে দৈনিক যায়যায়দিনের সঙ্গে কথা বলেছেন বাফুফে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তার প্রত্যাশা ১৩ দলই অংশ নেবে দলবদলে।

দলবদলে এবারো চমক দেখাতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রানার্সআপ ঢাকা আবাহনীতে ভাঙণের সূর। শেখ রাসেলের কজন ফুটবলার নিয়ে চলছে দেন দরবার। দলবদল শুরু হতে না হতেই এই যখন অবস্থা, তখন ক্যাসিনো কান্ডে বেশ কয়েকটি ক্লাবের দল গোছানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এরা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দল বদল শুরু হলেও ক্যাসিনো কান্ডে নাম জড়িয়ে পড়ায় আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মমিনুল হক সাঈদ ফিরেননি সিঙ্গাপুর থেকে। গতবার লিগে পঞ্চম হওয়া ক্লাবটি এবারো শিরোপা রেসে থাকার মতো দল গড়ার চিন্তা-ভাবনা করেছিল। ক্লাবের কোচ মারুফুল হক জানালেন, 'এখনো দল বদলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের হাতে এখনো দেড় মাস সময় আছে। এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।'

এদিকে মুক্তিযোদ্ধা ২২ ফুটবলারকে টোকেন মানির চেক দিলেও তাদের মধ্যে ৪-৫ জন ফুটবলারের চেক ফেরত আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অন্য ক্লাব মোহামেডানের দল গোছানো নিয়ে সভায় বসেছে পরিচালনা পর্ষদের সদস্যরা।

এমন অবস্থায় যদি এই তিন ক্লাবের কোনোটি দলবদলে অংশ নিতে ব্যর্থ হয়। সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে বাফুফের প্রফেশনাল ফুটবল লিগ কমিটি? এবারের আসরে কি তাহলে দলের সংখ্যা বাড়ার বা কমার কোনো সম্ভাবনা আছে? লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর উত্তর, 'আমরা দল বদলের জন্য উইন্ডো ঘোষণা করেছি। এখন পর্যন্ত কোনো ক্লাব আমাদের কাছে লিখিত ভাবে এমন কোনো কিছু জানায়নি যে, তারা দল বদলে অংশ নিতে পারবে না। তাই আমরা ধরে নেব ১৩টি ক্লাবই দলবদলে অংশ নেবে। যে পর্যন্ত কোনো ক্লাব আমাদের কাছে এ ধরনের কোনো লিখিত আবেদন না দেবে, বাফুফের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি কোনো মন্তব্য করতে পারব না।'

যদি এ ধরনের কোনো পরিস্থিতি সামনে আসে তাহলে? সালাম মুর্শেদীর উত্তর,'রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হয়েছে। ক্লাবগুলো কার্যক্রমে অংশ নিচ্ছে। যদি এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টিই হয়। আমরা বিষয়টি নিয়ে বসব।'

গত আসরে পেশাদার লিগে অংশ নিয়েছিল ১৩টি ক্লাব। এরা হলো- বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোটিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, চট্টগ্রাম আবাহনী, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, নোফেল স্পোর্টিং ও টিম বিজেএমসি। তবে এদের মধ্যে ১৩ ও ১৪তম হয়ে পেশাদার লিগের নিচের স্তর চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হয়েছে নোফেল স্পোর্টিং ও টিম বিজেএমসি। নিচের স্তর থেকে উন্নীত হয়ে এবার পেশাদার লিগে অংশ নিচ্ছে পুলিশ এফসি ও উত্তর বারিধারা ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<69276 and publish = 1 order by id desc limit 3' at line 1