বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কাট্টালি টেক্সটাইলের আইপিও অনুমোদন

যাযাদি রিপোটর্
  ০২ জুলাই ২০১৮, ০০:০০
কাট্টালি টেক্সটাইলের আইপিও অনুমোদন

বস্ত্র খাতের আরও একটি কোম্পানি আইপিও প্রক্রিয়ায় শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি পেতে যাচ্ছে। চট্টগ্রামকেন্দ্রিক কাট্টালি টেক্সটাইলকে অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি ৪০ লাখ শেয়ার বিক্রি করে মোট ৩৪ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ২৬ জুন এ সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে বস্ত্র খাতের কোম্পানির সংখ্যা বেড়ে ৫১টিতে উন্নীত হবে।

বিএসইসি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটি উত্তোলন করা মূলধন দিয়ে কারখানা ভবন তৈরি করবে। এ ছাড়া নতুন ইউনিটের জন্য যন্ত্রপাতি কিনবে, কমর্চারীদের জন্য আবাসিক ভবন নিমার্ণ এবং ব্যাংক ঋণ পরিশোধ করবে।

কোম্পানিটির আইপিও প্রসপেক্টাস অনুযায়ী, বতর্মানে এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৫ কোটি টাকা। আইপিও প্রক্রিয়ায় মূলধন সংগ্রহে সফল হলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দঁাড়াবে ৮৯ কোটি টাকা। গত ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কাট্টালি টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭ পয়সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে