বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর অনুষ্ঠানে বাধা দেওয়ায় মামলা

ম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০
বঙ্গবন্ধুর অনুষ্ঠানে বাধা দেওয়ায় মামলা

নাটোরের বাগাতিপাড়ায় অতিথি না করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়া ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে জিগরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে এমন ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে জিগরী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমানকে অতিথি না করায় বিদ্যালয়ে প্রবেশ করে মজিবর রহমানের খালাতো ভাইসহ অজ্ঞাত ১০-১২ জন প্রধান শিক্ষককে অশালীন ও অকথ্য ভাষায় হুমকি দেন। এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী অনুষ্ঠান করতে দিবে না প্রকাশ্য এমন হুমকি দেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি জানান, প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে